প্রতিষ্ঠান সম্পর্কে:
১৯৯৭ সালে আত্-তাইয়ারা ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল এর যাত্রা শুরু হয়। মাত্র ২জন কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে সদস্য সংখ্যা ২১ জন। শুরু থেকেই আমরা সুনামের সাথে হজ্জ, ওমরা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, শ্রমিক ভিসা, গ্রুপ ট্যুর ও গ্রুপ টিকেট সেবাসমূহ প্রদান করে আসছি। ২০০০ সাল থেকে আমরা ATAB এর সদস্য পদ লাভ করেছি। আলহামদুলিল্লাহ্ বর্তমানে আমরা স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এছাড়াও আমাদের IATA, হাব, রাটা ও নাটা এর সদস্য পদ রয়েছে। বর্তমানে আমরা হাবের ইসি কমিটির সদস্য। আমরা প্রতিবছর প্রায় ১০,০০০ এর বেশি ওমরাহ্ ও (৫০০-১০০০) হজ্জযাত্রী মক্কা-মদিনায় পাঠিয়ে আসছি। আমরা বিভিন্ন দেশের টিকেটিং সেবা প্রদান করে আসছি। আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় মক্কা ও মদিনায় হোটেল এবং খাবারের সু-ব্যবস্থা রয়েছে। হাজীদের স্পেশাল ইহরামের টাওয়েল/কাপড় প্রদান করে থাকি। এছাড়াও সৌদিতে আমরা ট্রান্সপোর্টের বিশেষ ব্যবস্থা করে থাকি। বিভিন্ন দেশে আমরা কর্মী প্রেরণ করে থাকি।
বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের সংখ্যা: ট্রাভেল এজেন্সি ৭টি ও হজ্জ এজেন্সি ৬টি
১. আত্-তাইয়ারা ট্রাভেলস ইন্টারন্যাশনাল। (ট্রাভেলস+হজ্জ+ওমরাহ্)
২. উত্তরণ ট্রাভেলস। (ট্রাভেল+হজ্জ)
৩. আকবর ওভারসিজ। (ট্রাভেল+হজ্জ)
৪. আকবর ট্রাভেলস। (ট্রাভেল+হজ্জ)
৫. ফ্লাই হলিডেইজ। (ট্রাভেল)
৬. সামস ট্রাভেলস এন্ড ট্যুর। (ট্রাভেল+হজ্জ)
৭. মনসুর এন্টাপ্রাইজ। (ট্রাভেল+হজ্জ)
আমাদের অন্যান্য প্রতিষ্ঠান :
১. আফ্ফান পোল্ট্রি এন্ড ফিশারিজ। (মাছ চাষ করা হয়)
২. আকবর এগ্রিকালচারাল ফার্ম। (দেশী ও বিদেশী ফলের বাগান)
৩. কওমি মাদ্রসা (জামিয়া দারুল উসওয়াহ)। (ফাউন্ডার চেয়ারম্যান)
৪. পাবনা টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। (ফাউন্ডার চেয়ারম্যান)
৫. ইনস্টিটিউট অব টেকনোলজি এন্ড টেক্সটাইল। (ফাউন্ডার চেয়ারম্যান)
৬. নাটোর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট। (ফাউন্ডার চেয়ারম্যান)
৭. ইউনিয়ন নার্সিং ইনস্টিটিউট, পাবনা। (ডিরেক্টর)